1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা খোকসার ফুলবাড়িয়ায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ শেখ মুজিবের কালো আইনেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ : ঝিনাইদহে এ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে ২য় দিনের বিক্ষোভ কর্মসূচী খোকসায় বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জয়ন্তী পালন ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন খোকসায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্যে বাঁচলেন মটর সাইকেল আরোহী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ খোকসায় ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খোকসায় পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

ইবি থানার ওসিকে বদলির হুমকি

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে সাত দিনের মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় থানায় এ ঘটনা ঘটে। জানা যায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে থানায় বৈঠক চলাকালীন সময়ে সাব্বির নামে এক ব্যক্তি ‘সমন্বয়ক’ পরিচয়ে সেখানে উপস্থিত হন এবং হট্টগোল শুরু করেন। বৈঠক শেষে স্থানীয় বাসিন্দারা চলে যাওয়ার পর ওই ব্যক্তি সাংবাদিক মহসিন কবিরকে দেখে নেওয়ার হুমকি দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের সুগ্রীবপুর গ্রামের আবুল হোসেন পল্টুর ছেলে। তিনি থানার ভেতরেই সিগারেট জ্বালিয়ে ওসিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে সাত দিনের মধ্যে ট্রান্সফার করানো হবে।’ এ সময় তিনি পুলিশ সুপার (এসপি) ও ডিআইজিকে ফোন করার হুমকিও দেন।

ঘটনাস্থলে উপস্থিত কুষ্টিয়ার আঞ্চলিক দৈনিক ‘সময়ের খবর’ পত্রিকার সাংবাদিক শেখ মহসিন কবির বলেন, “আমি সংবাদ সংগ্রহের জন্য থানায় গেলে ওই ব্যক্তি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন এবং হেনস্তা করেন। একজন সাংবাদিক হিসেবে এ ধরনের আচরণ আমি কখনো প্রত্যাশা করিনি।”

ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, সুগ্রীবপুর এলাকার জমিসংক্রান্ত একটি বিষয়ে থানায় মীমাংসা করা হয়েছিল। বৈঠকের পর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থানায় দেখা করতে এলে ওই ব্যক্তি বাইরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

ওসি আরও বলেন, “সাব্বির নামের ওই ব্যক্তি মাঝেমধ্যেই থানার কর্মকর্তাদের হুমকি দেন। তিনি পুলিশের অফিসারদের বিভিন্ন জেলায় বদলির হুমকি দিয়ে থাকেন। এছাড়া, তার বিরুদ্ধে ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট