ওয়াসিফুর রহমান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত দেশের ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পূর্বের ন্যায় এদিনেও ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য হেল্প বুথ স্থাপন করে বিভিন্নভাবে আগত ভর্তিচ্ছুদের পাশে ছিল ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (৯ মে) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, প্রশিক্ষণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দাওয়াহ সম্পাদক রেজাউল করিম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আবু বকর সিদ্দিক, বিতর্ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তৌহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন ছাড়াও শাখার সকল জনশক্তি উপস্থিত ছিলেন।
এদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে স্থাপিত শহীদ ওসামা হেল্প ডেস্কে গিয়ে দেখা যায় সুপেয় পানি, খাওয়ার স্যালাইন, কলম, চকলেট সহ বিভিন্ন সেবা নিয়ে আগত ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে রয়েছে তারা। এছাড়াও, দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের মোবাইল ফোন, হাতঘড়ি, মানিব্যাগ সহ কেন্দ্রে নিয়ে প্রবেশ নিষিদ্ধ জিনিসপত্র সুসংরক্ষিত রাখার ব্যবস্থাও করেছে শহীদ ওসামা হেল্প ডেস্ক।
ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির বলেন, আজকে আমরা গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জন্য অভিভাবক কর্ণার করেছি যেখানে অভিভাবকরা বিশ্রাম নিতে পারছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেসব জিনিস নিয়ে প্রবেশ করতে পারছে আমরা সেগুলো সংগ্রহ করে রাখতেছি। পাশাপাশি আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য পানি ও চকলেটের ব্যবস্থা করেছি। সেই সাথে শিক্ষার্থীদের অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি তাদের পরীক্ষা জন্য।
ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ইবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা ভাইবোন এবং তাদের অভিভাবকদের শুভেচ্ছা জানাই। তারা দীর্ঘ একটি সময় ধরে পরিশ্রম করেছে, মহান আল্লাহ তাদের সহায় হোক। ফ্যাসিস্টের সময় আমরা এত আনন্দঘন ভাবে শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারিনি৷ জুলাই বিপ্লব আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন সবসময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তাদের পাশে আছে।