জুয়েল রানা,স্টাফ রিপোর্টার:সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিএনপি নেতা লাবলু আহমেদ। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করেছে।
লাবলু আহমেদ শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির প্রয়াত নেতা চাঁদ আলী মণ্ডলের সন্তান এবং ত্রিবেণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৭ মে (শনিবার) বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবন’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। তিনি লাবলু আহমেদের হাতে ‘জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড’ তুলে দেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় বিএনপি নেতা লাবলু আহমেদ বলেন, “সমাজসেবা ও সাংগঠনিক কাজে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। এধরনের সম্মাননা মানুষকে ভালো কাজের প্রতি আরও উৎসাহিত করে। আমি এই অর্জনকে আমার এলাকার মানুষের প্রতি উৎসর্গ করছি।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে লাবলু আহমেদের এই অর্জন প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন এলাকাবাসী ও সহকর্মীরা। তারা আশা করছেন, ভবিষ্যতেও তিনি তৃণমূল রাজনীতি ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করবেন।