স্টাফ রিপোর্টার,ইবিথানা:ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৫ জুলাই এমন তথ্য ইবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুল ইসলামের বিরুদ্ধে তাঁর বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি, অনাকাঙ্খিত ও অশ্লীল আচরণ, ক্লাস রুমে পোষাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য, হোয়াটসঅ্যাপ/ ম্যাসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিওকলে নানাবিধ আপত্তিকর কথাবার্তা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে আবেদন করেছে । এ সংক্রান্ত সংবাদ বেশ কয়েকটি জাতীয়/স্থানীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হওয়ায় তাঁকে ০৫ জুলাই ২০২৫ তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।