1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

ইবি ভিসির চীন সফর নিয়ে সাংবাদিক সম্মেলন

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ইবিথানা:ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গত ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চীন সফর করেন। সোমবার (১৪ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি এ সফরের বিস্তারিত তুলে ধরেন।

ভাইস চ্যান্সেলর জানান, সফরকালে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, কারিকুলাম উন্নয়ন ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে এই সমঝোতা স্মারক তৈরি করা হয়েছে, পরে আরো সুনির্দিষ্টভাবে করা হবে। উপাচার্য আরো জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার্স-স্টুডেন্ট্স এঙ্চেঞ্জ প্রোগ্রাম এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যেন চীনে স্কলারশিপ-এর ব্যবস্থা করা যায় তার জন্যে কাজ শুরু করা হবে।

ভিসি অফিসের সভা-কক্ষে বেলা সাড়ে ১১টায় শুরু এ মতবিনিময়কালে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী , ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট