1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

শান্তি ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায়

কুষ্টিয়া অফিস:
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

তাপস সাহা,স্পেশাল রিপোর্টার:অপরাধপ্রবণ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে নিরলস কাজ করছে পুলিশ। মোঃ মেহেদী হাসান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে এই লক্ষ্যে নানান উদ্যোগ নিয়ে চলেছেন। রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক দ্বন্দ্ব দূর করতে কাজ করে চলেছেন। অপরাধীদের আইনের আওতায় এনে সমাজে স্থিতিশীল ও আস্থার পরিবেশ তৈরি করেছেন। ফ্যাসিস্ট এর দোসররা যারা নানাভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান হত্যা মামলার জট খুলতে সক্ষম হয়েছেন। এ বছরের ১০ জুন মধুপুর পশুরহাটে হত্যার শিকার হন বিদেশ ফেরত ব্যবসায়ী টুটুল। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। দ্রুততার সঙ্গে এই হত্যাকাণ্ডের জট খুলে ফেলে পুলিশ। এলাকায় চাঁদাবাজির পরিবেশ তৈরি ও হাট দখলে নিতে আতংক সৃষ্টির জন্য সন্ত্রাসী কালু বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়। কালুর ভাগ্নে রাজু, সুটার লিটনসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকীদের ধরতে এখনো অভিযান চালাচ্ছে পুলিশ।
চলতি বছরের জানুয়ারি হতে ৩০ শে জুন পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে জিআর, সিআর মামলা নিষ্পত্তি হয়েছে ১০০ টির মত। আর ওয়ারেন্ট তামিল হয়েছে অন্তত: ২৫০টি। এ সময়ে চোর, ডাকাত, ছিনতাইকারী, দুষ্কৃতিকারী, সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী ১০০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় সাফল্য এসেছে বিভিন্ন ধরনের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে। আলোচনার মাধ্যমে এমন ৪ শতাধিক অভিযোগ নিষ্পত্তি করেছেন তিনি।
ঝাউদিয়ার বৈদ্যনাথপুরে এক অস্থির পরিবেশ ছিলো। প্রায়ই গোলাগুলি, মারামারি হতো। গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম আতঙ্কে বসবাস করতো। গত ৫ মাস হলো এই গ্রামে শান্তি ফিরে এসেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বাংলাদেশ পুজা উদযাপন ফন্ট এর নেতৃবৃন্দ এবং গ্রামের প্রভাবশালীদের সঙ্গে দফায় দফায় বসে আলোচনা করে সমাধানে এসেছেন। এখন ওই গ্রামে স্থিতিশীলতা ফিরে এসেছে। তারপরও পুলিশ নিয়মিত টহল দিচ্ছে সেখানে। পুরো থানা এলাকাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট