সাকিব আল হাসান,কুমারখালী: জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বউবাজার ও স্বাধীন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে চরম জলাবদ্ধতা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়, যা সাধারণ মানুষের যাতায়াতকে দুঃসাধ্য করে তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, রোডের দুই পাশে উচ্চতা নিয়ে নির্মিত ঘরবাড়ির কারণে পানি বের হওয়ার কোনো সুযোগ থাকছে না। এর ফলে বর্ষা মৌসুমে পানি জমে দীর্ঘ সময় ধরে সড়কে দাঁড়িয়ে থাকে। চার থেকে পাঁচ বছর ধরে একই সমস্যা চললেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ প্রতিদিন অসংখ্য মানুষ এই কাদামাখা ও জলমগ্ন রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক সময় রোগী নিয়ে যাতায়াত করাও হয়ে ওঠে কঠিন।
এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।