মিলন আলী,দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কতিপয় শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ঘরোয়া পরিসরে আমন্ত্রিত কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ মাদক বিরাধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মাদক বিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা।
উল্লেখ্য, একটি গোষ্ঠি বা দলকে নিয়ে দেশে যখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তখন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বেছে বেছে ওই গোষ্ঠির শিক্ষকদের মাদক বিরোধী সভায় আমন্ত্রণ জানিয়েছেন। ফলে এ বিষয়টি নিয়ে দৌলতপুরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদক বিরোধী বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। সেইসাথে তারা দৌলতপুর ইউএনও’র পক্ষপাত দৃষ্টিভঙ্গি পরিহারেরও আহ্বান জানিয়েছেন।