সাকিব হাসান, কুমারখালী (কুষ্টিয়া) :কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই ২০২৫ মঙ্গলবার কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মিকাইল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণ করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম,কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুর রহমান, কাডেমিক সুপারভাইজার আতিকুজ্জামান সহ আরও অনেক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত শহিদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, এই আত্মত্যাগ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়