আঃ রউফ, ইবিথানা :কুষ্টিয়ার কুমারখালী চাঁদপুর ইউনিয়নের জুঙ্গলী গ্রামে পিতা পুত্রের নদীতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহত পিতার নাম মোঃ জাহিদ ইসলাম(৪৬) এবং নিহত একমাত্র সন্তান মোঃ জিহাদ(১০)।তথ্য সূত্রে জানা গেছে, ২২-০৭-২০২৫ ইং মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বাড়ির পাশে কালী নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন বাবা এবং ছেলে।ছেলে পানিতে ডুবে যাচ্ছে এই দেখে বাবা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা এবং ছেলে দুই জনই মৃত্যু বরণ করেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের ময়নাতদন্তের প্রস্তুতি চলছিল। পিতা-পুত্রের মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।