
সাকিব হাসান (কুমারখালী) কুষ্টিয়া :কুষ্টিয়া জেলা ছাত্রদলের আওতাধীন কুমারখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৩ আগস্ট কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিমা উদ্দিন নিশাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রিদয় হোসেন , সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুল বাশার, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ইসরাত মাহমুদ ও জুয়েল হোসেনকে মনোনীত করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে আছেন শাকিল আহমেদ,এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান জিম, সাংগঠনিক সম্পাদক শাওন আলী নিশান , সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদ হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে আশিক শেখকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।