
এম এ কবির,স্পেশাল রিপোর্টার:নিখোঁজের ১দিনপর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে দৈনিক আজকের পত্রিকার কার্যালয়ের উদ্দেশে বেরিয়েছিলেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে খোঁজাখুঁজি শুরু হয় এবং দ্রুত পুলিশকে জানানো হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তার মৃতদেহ ভেসে উঠলো মুন্সীগঞ্জের মেঘনা নদীতে।