দৌলতপুর প্রতিনিধি মিলন আলী:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং দৌলতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসানাত মোহাম্মদ আরেফীন মহোদয়ের সাথে দৌলতপুর উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে, সভায় মাদক দ্রব্য নির্মূল, হিসনা নদী পুনঃখনন আল্লারদর্গা বাজারের রাস্তা মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক দ্রব্য নির্মুল, সাব রেজিস্টার অফিসের দুর্নীতি দূর ও স্থায়ী সাব-রেজিস্টার নিয়োগ সহ বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র দৌলতপুর উপজেলা সভাপতি ও সাবেক সংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর জামাতে ইসলামের আমির মাওলানা বেলাল উদ্দিন, অধ্যক্ষ রেজাউল করিম, প্রধান শিক্ষক ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুর রাজ্জাক, আহমেদ রাজু, সাইফুল ইসলাম শাহিন, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, আহাদ আলী নয়ন, বৈষম্য বিরোধী আন্দলোনের ছাত্র নেতা রকি আহমেদ, সানাউল্লাহ মাস্টার বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা সোহেল রানা, প্রাগপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মজিবুল হক, দৌলতপুর সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল আহমেদ, এনসিপি প্রতিনিধি আব্দুল হালিম ফ্রম মাস্টার, বাংলাদেশ গণপরিষদ প্রতিনিধি সাহাবুল মোঃ জেলা প্রশাসকের সঙ্গে সফর সঙ্গে হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ। জেলা প্রশাসক মহোদয় নিজের পরিচয় প্রদান করেন এবং বক্তাদের বক্তব্য আন্তরিক ভাবে প্রায় ২ ঘন্টা ধৈর্য্য সহকারে শোনেন এবং যথাযথ বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন বলে জানান।