1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

উচ্চমাধ্যমিকে ইসলাম শিক্ষা আবশ্যিক করার দাবিতে পঞ্চগড়ে স্মারকলিপি পেশ

পঞ্চগড় অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

আবু নাঈম,পঞ্চগড় প্রতিনিধি:উচ্চ মাধ্যমিক শ্রেণিতে সকল শাখা ও বিভাগে ‘ইসলাম শিক্ষা’ বিষয়টি আবশ্যিক করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম, পঞ্চগড় জেলা শাখা।
রবিবা (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেয়া স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানান সংগঠণটি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশের হাতে স্মারকলিপিটি তুলে দেন ফোরামের জেলা সভাপতি ও পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
মাওলানা ইকবাল হোসাইন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি নীতিমালায় ‘ইসলাম শিক্ষা’ বিষয়টি এবারও ৪র্থ বিষয় হিসেবে ঐচ্ছিক রাখা হয়েছে। যা বিগত পতিত সেক্যুলার ফ্যাসিস্ট-এর নীতির পুনরাবৃত্তি। এছাড়া ইসলামপ্রিয় দেশবাসীর প্রত্যাশার সাথে সাংঘর্ষিক এবং জুলাই বিপ্লবের চেতনারও পরিপন্থী।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ইসলাম প্রিয় দেশবাসীর প্রাণের দাবি উচ্চ মাধ্যমিক শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা ও বিভাগে ‘ইসলাম শিক্ষা’ বিষয়টি আবশ্যিক হিসেবে অধ্যয়নের ব্যবস্থা করা অথবা এবার অন্তত ২০১২ সালের পূর্বের সিলেবাসে ফিরিয়ে দেয়া। অর্থাৎ ইসলাম শিক্ষা বিষয়টি মানবিক শাখায় নৈর্বাচনিক এবং বিজ্ঞান ও অন্যান্য শাখায় মুক্ত ঐচ্ছিক বিষয় হিসেবে রাখার ব্যবস্থা করা যেতে পারে।
মাওলানা ইকবাল হোসাইন বলেন, মুসলিম অধ্যুষিত দেশবাসীর প্রাণের দাবি মোতাবেক আন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনার ব্যবস্থাকরণসহ এই শিক্ষাবর্ষ থেকেই ইসলাম শিক্ষা বিষয়টি মানবিক শাখায় নৈর্বাচনিক এবং বিজ্ঞান ও অন্যান্য শাখায় মুক্ত ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হবে এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় দ্রুত পরিবর্তন এনে চলতি শিক্ষাবর্ষ থেকেই ইসলাম শিক্ষা আবশ্যিক করার উদ্যোগ নেয়া হবে- এমন প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট