শাহনেওয়াজ হেলাল:স্পেশাল রিপোর্টাট: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামীকাল রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছেন। তারা বলছেন, অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন; আসবে কর্মবিরতির মতো ঘোষণাও। শিক্ষকদের কর্মসূচি যাবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও। এ অবস্থায় প্রশ্ন উঠেছে আগামীকাল কী হতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। অফিসের বাইরেও দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করছেন। এ অবস্থায় ঢাকায় শিক্ষকদের আন্দোলনে কিছুটা অস্বস্তিতে পড়েছেন তারা।
শিক্ষক-কর্মচারীরা বলছেন, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র তারা ক্ষুব্ধ। এর প্রতিফলিত হবে আগামীকাল রবিবার। সারাদেশ থেকে লক্ষাধিক কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হতে পারে।