
স্টাফ রিপোর্টার:সবাই বলছে শিক্ষকের দাবি যৌক্তিক। কিন্তু প্রকৃত সত্য হলো, ২০% বাড়ি ভড়া শিক্ষকদের দাবি না, তাদের দাবি ৪৫%। ২০% হলো শিক্ষা উপদেষ্টার আশ্বাসের বাস্তবায়ন। মাস দুয়েক আগে শিক্ষকরা প্রেসক্লাবে আরেকটি সমাবেশ করেছিলেন। শিক্ষা উপদেষ্টা তখন শিক্ষক নেতাদের সচিবালয়ে ডেকে নিয়ে সরকারের সক্ষমতার ভিত্তিতে তাদের দাবিকৃত ৪৫% বাড়ি ভাড়ার
বিষয়টি কমিয়ে আনতে বলেন এবং শেষ পর্যন্ত ২০% এ রফা হয়। পরবর্তীতে শিক্ষা সচিবের অনুরোধে আন্দোলনের তারিখ পিছিয়ে দিয়ে তাদের কাজ করার সুযোগ দেয়া।
কিন্তু পরে শুরু হয় প্রতারণা ও তালবাহানা।প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টটের সহযোগী আমলারা শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের সফল বাস্তবায়ন ঘটায়। চুপিসারে তারা ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রঙ্গাপন জারি করে। যা ছিল শিক্ষকদের আত্মমর্যাদায় সরাসরি আঘাত।
এখন প্রশ্ন হলো দুই মাসের মতো দীর্ঘ সময়ে কেনো শিক্ষা উপদেষ্টার আশ্বাস বাস্তবায়ন হলো না। মনে রাখতে হবে, এখানে সক্ষমতার কোনো ব্যাপার নাই। শিক্ষা উপদেষ্টা জেনেবুঝেই আশ্বাস দিয়েছেন।
এখানে এক গভীর ষড়যন্ত্র কার্যকর। এই ষড়যন্ত্র শিক্ষকদের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রের হোতাদের চিহ্নিত করা এখন সময়ের দাবি। আর এই মূহুর্তে শিক্ষকদে পাশে দাঁড়ানো সকল দেশপ্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব।