
ডক্টর মোঃ শাহনেওয়াজ হেলাল :এ বছর সারাদেশে HSC রেজাল্ট খারাপ হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামীলীগ আমলের মন্ত্রীরা মনে করতো পাশের হার বাড়া মানে শিক্ষার মান বাড়া পাশের হার কমা মানে শিক্ষার মান কমে যাওয়া!
মানুষ আসলে সেটাই বিশ্বাস করে ফেলেছে।গত ১৬ বছর একজন স্টুডেন্ট পরিক্ষায় অংশ নিলেই পাশ করে যেত। এটা, আমাদের শিক্ষা ব্যাবস্থা ধ্বংসের ভারতীয় ষড়যন্ত্র । ছাত্র-ছাত্রীরা বিগত ১৬ বছর মন খুলে টিকটক, পাবজি করে বেড়িয়েছে ওদিকে পড়ার টেবিলে উঁই ধরেছে।আকস্মিক সঠিকভাবে খাতা মুল্যায়নের ফলে রেজাল্টের এই অবস্থা। তবে যারা পাশ করেছে তারা জেনুইন। সেই আমলে শিক্ষা বোর্ড থেকে খাতা দেওয়ার সময় বলে দেওয়া হোত ছাত্ররা আমাদের সন্তান ফেল করাবেন না।কোন স্টুডেন্ট ফেল করলে সেই এক্সামিনারকে বোর্ডে গিয়ে কৈফিয়ত দিয়ে আসা লাগতো। পরের বছরে তাকে খাতা দেওয়া হোত না। বোর্ড সমুহের মধ্যে পাশের হার বাড়ানোর প্রতিযোগিতা চলতো।
আশা করছি ২/১ বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে ছেলেরা আবার পড়ার টেবিলে ঝুকবে। এই শিক্ষক রাই ৯০%-৯৫% পাশ করিয়েছে গত ১৬ বছর।