
স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া :কুষ্টিয়া জেলার ইবিথানাধীন ১২ নং হরিনারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা ভিকটিম মৃত মোশারেফ হোসেন মুছা পেশায় একজন দিন মজুর ও ভ্যানচালক। ভিকটিমের ছোট বোন সেলিনা এর সাথে অত্র থানার শিবপুর (বাজারপাড়া) গ্রামের মোঃ রিপন আলী শেখ এর বিবাহ হয়। পরবর্তীতে ভিকটিমের ছোট বোন সেলিনা এর সাথে ডিভোর্স সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে ইতিপূর্বেও ভিকটিমের সহিত আসামী মোঃ রিপন আলী শেখ এর কয়েকবার মনোমালিন্য ও কথা কাটাকাটি হয় বলে জানা যায়। এছাড়াও আসামী প্রায়ই ভিকটিমকে হত্যা সহ দেখে নেবে বলে প্রকাশ্যে হুমকি দিত। উক্ত বিরোধের জের ধরে আসামী “ইং-১৯/১০/২০২৫ তারিখ ভোর বেলা মোশারেফ হোসেন মুছা এর বাড়িতে গিয়ে সে ঘুমিয়ে থাকা অবস্থায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা দিয়ে বুকে কোপ দেয়। যার ফলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী সাকিনা খাতুন, ছকিনা (৫০), স্বামী-মোশারেফ হোসেন মুছা শেখ, সাং-শান্তিডাঙ্গা (খন্দকারপাড়া), থানা-ইবি, জেলা-কুষ্টিয়া থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করে । যার ইবি থানার মামলা নং-১০, জিআর নং-১৪৬, তারিখ-১৯ অক্টোবর, ২০২৫। সময়-১৮.৩০ ধারা-302/34 The Penal Code, 1860 রুজু হয়। উল্লেখ্য মামলার ঘটনার পর পরই পুলিশ সুপার কুষ্টিয়ার সার্বিক দিক-নির্দেশনা ও সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল সাহেবের প্রত্যক্ষ নেতৃত্বে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সহ অফিসার ফোর্সের একটি টিম ঘটনার মূল রহস্য উদঘাটন সহ দুষ্কৃতিকারী দের সনাক্ত ও গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ঘটনার মূল হোতা মোঃ রিপন আলী শেখ (৩৮), পিতা-মৃত আনছার আলী শেখ মোঃ হাজারী শেখ; মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, ঠিকানা: স্থায়ী: গ্রাম- শিবপুর (বাজারপাড়া), উপজেলা/ থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা -কুষ্টিয়াকে গত ইং-১৯/১০/২০২৫ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় হরিনারায়ণপুর বাজারের ব্র্যাক ব্যাংকের সামনের পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করে এবং আসামীকে হত্যা কান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদে সে জানায় উহা হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর (বাজার পাড়া) গ্রামাস্থ তার বড় বোন (পিতার ১ম পক্ষ) মোছাঃ বেগম, স্বামী-মৃত ওলিয়ার রহমান এর বসত বাড়ির উত্তর পাশের শয়ন কক্ষের সানশেড এর উপর রেখেছে। তাৎক্ষনিকভাবে আসামীকে সেখানে নিয়ে গেলে আসামী উক্ত ঘরের সানশেড এর উপর তার নিজ হাতে ০১ (এক) টি দেশীয় দা, যাহা লোহার হাতল সহ দৈর্ঘ্য ১৬.৫ ইঞ্চি, যাহার একপাশ ধারালো উহা বের করে দিলে উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ বিধি মোতাবেক জব্দ করে। উল্লেখিত পারিবারিক বিরোধের জের ধরে গ্রেফতারকৃত তদন্তেপ্রাপ্ত আসামী পূর্ব পরিকল্পিত ভাবে সূত্রোক্ত মামলার হত্যার কর্মকান্ড সম্পাদন করেছে মর্মে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অত্র হত্যা কান্ডে উক্ত আসামীর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত অব্যহত রয়েছে । গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । উল্লেখ্য আসামী মামলার ঘটনা সংক্রান্তে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবাবন্দী প্রদান করবে বলে জানিয়েছে।