সাকিব আল হাসান,কুমারখালী প্রতিনিধ :কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির ঘোষিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টবর সোমবার বিকেলে ৭৮ কুষ্টিয়ার ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ সাদীর নির্দেশনায় ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় এ লিফলেট বিতরণ করেন বাগুলাট ইউনিয়ন ছাত্রদলের নেতা রনি ইসলাম এর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার বার্তা পৌঁছে দেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও যুবদলের সক্রিয় কর্মীরা।