নবীগঞ্জ রিপোর্টার:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে মতিলাল দাশ নামে এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাশ (২৫)-কে হ/ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিতা মতিলাল দাশকে আট/ক করে। মেয়ের মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম/র্গে পাঠানো হয়েছে।
এই হ*ত্যার কারন হচ্ছে মতিলাল দাশের মেয়ের চরিত্রে সমস্যা ছিল,, তাকে দুই বার বিয়ে দেওয়া হয়েছিল সে কোনো বিয়ে ঠিকে রাখতে পারে নি সে দুই সন্তানের মা,হওয়ার পরেও অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলতো, দেখা করতো তার স্বামী সেটা মেনে নিতে পারে নি তাই পূর্নিমা দাশকে তার বাবার বাড়ি দিয়ে যায়,,কিন্তু মেয়ের শিক্ষা হয়নি সে তার বাবার বাড়ি এসেও সেই একি কাজ করে যায়,কয়দিন আগে এক ছেলের সাথে সন্তানদের রেখে ঢাকা পালিয়ে যায়, যার সাথে পালিয়ে গিয়েছিল সেই ছেলে কয়েকদিন রেখে আবার বাড়ি পাঠিয়ে দেয়,,,মতিলাল দাশ একজন ধার্মিক মানুষ গীতা পাঠ করেন কির্তন করেন,তার মেয়ের এমন চরিত্র এটা নিয়ে পাড়া প্রতিবেশী সবাই ওনাকে অপমান জনক কথা বলে সেটা উনি সজ্জ করতে পারেন নি তাই তার মেয়েকে ঘুমের মধ্যে হ*ত্যা করে,,,,,
সেলুট জানাই এমন পিতাকে 🙏আপনাদের দৃষ্টিতে হয়ত উনি অপরাধী বাট আমি মনে করি ঠিক কাজ করেছেন,এমন শাসনের প্রয়োজন বর্তমান সমাজে