
স্টাফ রিপোর্টার:রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। অথচ, ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে। এদিকে নিবন্ধন পেলেও এখনও প্রতীক চূড়ান্ত হয়নি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নির্বাচন কমিশনের বারবার অপারগতা স্বত্বেও ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি নিয়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। এ অবস্থায় কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে তারা। এসব বিষয়ে সংবাদ সম্মেলনও করা হবে আগামীকাল সোমবার। ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায় থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমরা এ সপ্তাহের মধ্যে এসব কাজ শেষ করবো।