সাকিব হাসান (কুমারখালী) কুষ্টিয়া :৭৮–কুষ্টিয়া ৪ (খোকসা–কুমারখালী) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী পরিবর্তন করে আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামাণিককে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যদুবয়রা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
২৫ নভেম্বর সন্ধ্যায় যদুবয়রা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কুমারখালী উপজেলার রেগুলেটর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল কিশোর, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাসেল পারভেজ ও শামিম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন বিশ্বাস, সদস্য সচিব মিলন বিশ্বাসসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামাণিককে মনোনয়ন দেওয়া না হলে তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন।