1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে বসতভিটা থেকে উচ্ছেদের চক্রান্ত

ঝিনাইদহ অফিস:
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

এম এ কবির,ঝিনাইদহ প্রতিনিধি:বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে ভীটে মাটি থেকে উচ্ছেদ করতে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তার বসত বাড়িতে দিনে রাতে উৎপাত করা হচ্ছে, কেটে ফেলা হয়েছে বাড়ির পাশে লাগানো মেহগনি,নিম,জাম এবং সুপারী গাছসহ সবজি ক্ষেত। কেটে ফেলা সেইসব গাছ হাতে নিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বিচার চান প্রশাসনের কাছে।
ইউসুফ আলী ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালী পাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান তিনি একজন মুক্তিযোদ্ধা তার পরিবারের উপর ধারাবাহিকভাবে অত্যাচার করা হচ্ছে,মেরে ফেলার হুমকী দেয়া হচ্ছে। কারা এই হামলা নির্যাতন করছে এমন প্রশ্নে তিনি জানান, কারোর নাম বলা সম্ভব নয় এতে বিপদ আরো বেড়ে যেতে পারে। তবে তার বাড়ির পাশের অন্য একটি ভিটে জমিতে লাগানো ফসল কেটে দেয়ার সময় চাঁনপাড়া এলাকার ওহেদ আলী এবং তার পুত্র মাদকাসক্ত সুজনকে হাতে নাতে ধরে ফেলেন প্রতিবেশি পুলিশ সদস্য ওলিয়ার মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম এবং তার মেয়ে রিনা পারভিন। সে সময় সন্ত্রাসী সুজন,ওয়াহেদ আলী এবং সাজেদা খাতুন সেজি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় রিনা ঝিনাইদহ আদালতে একটি মামলা করেন। মামলা নং সি আর ২১/২০২৫। বিচারাধীন সেই মামলায় ইউসুফ আলীকে স্বাক্ষী করা হয়। এ বিষয়ে চাঁনপাড়ার হারুন নামের একজন জানান তাদের এই বিরোধ দীর্ঘ দিনের, স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন লাভ হয়নি। তবে ইউসুফ আলী ক্ষতিগ্রস্ত এটা ঠিক। তিনি জানান আদালতে যেহেতু মামলা আছে সেখানেই সমাধান আসতে পারে। এ বিষয়ে সুজনের মা সেজি জানান তারা নির্দোষ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসনো হচ্ছে। ইউসুফ আলীর গাছ কাটার বিষয়টিও সাজানো। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট