
এম এ কবীর,ঝিনাইদহ:ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ক্যাম্পাসে শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ঔষধ সহ স্বাস্থ্য সেবা দেয় হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন ইউরোলজি,সার্জারী,কার্ডিওলজি,গাইনী,অর্থপেডিক্স,সাইকোলজিস্ট,নাক,কান গলা, মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক,ডাঃ শামিমা সুলতানা,ডাঃ মুস্তাফিজুর রহমান,ডাঃ মোঃ ইমামুল হক ডেভিড,ডাঃ মার্ফিয়া খাতুন,ডাঃ মোঃ মনিরুল ইসলাম,ডাঃ শফিউল আলম সোহাগ,ডাঃ মোয়জ্জেম হোসেন দিপু,ডাঃ সাদিয়া সুলতানা মল্লিকা,ডাঃ এস এম আশরাফুজ্জামান (সজিব),ডাঃ মাহবুবুল আলম, ডাঃ মেহেদী ইসলাম টিটু,ডাঃ আশিফা আশরাফী আইভি,ডাঃ লিমন পারভেজ,ডাঃ খালিদ সাইফুল্লাহ নাঈম, ডাঃ নাজমুস সাকিব তথী এবং সাইকোলজিস্ট সাব্বির আহম্মেদ জুয়েল।
এর আগে সকালে মেডিকেল ক্যাম্পের এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুবকর সিদ্দিকী,বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোজাম্মেল হক,এবং আয়োজক কমিটির প্রধান পৃষ্টপোষক ডাঃ মুস্তাফিজুর রহমান। মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। মেডিকেল ক্যাম্পে আসা রোগীরা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সেবা ভবিষ্যতে আরো আশা করেন।