1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ঝিনাইদহ অফিস :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

এম এ কবির,ঝিনাইদহ:ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপত্বি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ আলফাজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় এবং উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা। বক্তব্য রাখেন, পিপি এবং বীর মুক্তিযোদ্ধা এ এ এস মশিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান,ডাঃ মিথিলা ইসলাম, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন রানা,জামায়াতের জেলা আমীর আলী আজম,ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর এ এইচ এম মোমতাজুল করিম,গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন এবং ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীরা নিজেদের জীবন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন,তাদের অবদান কখনও ভুলবার নয়। তিনি বলেন সুরা বাকারার ১৫৪ নং আয়াতে আল্লাহ তায়ালা তাদেরকে শহিদের মর্যাদা দিয়েছেন। তিনি বলেন ২০২৪ এর জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে এ জাতী স্মরণে রাখবে,যারা আহত,পঙ্গু হয়েছেন তাদেরকেও আমরা সম্মানের সাথে স্মরণ করি। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ এবং গ্রহনযোগ করে সমাপ্ত করাই হবে শহিদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার। তিনি বলেন,সুন্দর নেতৃত্ব ছাড়া কোন জনপদকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তিনি বলেন ঝিনাইদহের আইনশৃংখলা পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানকার জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছেন। তিনি বলেন আমরা লক্ষ্য করছি বিভিন্ন ফেক মিডিয়া দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এ জেলা মৃত্যুপুরিতে পরিণত হয়েছে বলে অপতথ্য দেয়া হচ্ছে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট