স্টাফ রিপোর্টার,ইবিথানা :জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তায় শরিফ ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দানের জন্য তাঁরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা জানান। তাঁরা বলেন, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে শহীদ হাদি যুগে-যুগে এ দেশের মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁরা তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।