1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-খুলনা বিভাগীয় নির্বাচন কমিশনার রেমিট্যান্স যোদ্ধা রিন্টু মিয়াকে সংবর্ধনা জানালেন এ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ইবিতে শহীদ বুদ্ধিজীবী উদযাপন ঝিনাইদহে ফ্যাসিস্ট মনিরুদ্দির বিরুদ্ধে ঘরবাড়ি দখলের অভিযোগ ইবিতে বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবস পালনের কর্মসূচী ঘোষণা ইবি’র ইংরেজি বিভাগে অর্ডিন্যান্স লঙ্ঘনের অভিযোগ ইবিতে বিভিন্ন দায়িত্ব থেকে বিএনপিপন্থী তিন শিক্ষকের পদত্যাগ ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইবিতে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

ইবিথানা অফিস:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ হেলাল, স্পেশাল রিপোর্টার:ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা দখল করেননি, বরং মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের একটি ক্রান্তিকালে তাকে দায়িত্ব নিতে হয়েছিল। এটা করতে হয়েছিল মানুষের মুক্তির জন্য, অর্থনীতির মুক্তি জন্য ও রাজনীতির মুক্তির জন্য।
ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচীর সূচনা বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত বাংলাদেশ গঠনের, যে বাংলাদেশে সবাই বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে, ঐক্যভদ্ধভাবে দেশের সমৃদ্ধি ঘটাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। শহীদ জিয়া চেয়েছিলেন স্বাধীনতার পরে প্রথম স্থাপিত এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় হবে। আমরা আশা করছি, আমরা বর্তমানে যারা আছি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো।
অনুষ্ঠানে আরও কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুৃব আলী। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডিন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ অন্যভাবে পালন করছে কারন তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের মাটিতে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার। তৎপরেই তিনি এইখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচি পালনের অংশ হিসেবে ৩০ মে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরের উদ্দেশ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মো: ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. মো: জাকির হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো: শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ডঃ মোঃ ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম রাশেদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. ওয়ালিদ হাসান পিকুল, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মজিদ, তথ্য প্রকাশনা জনসংযোগ অফিসেের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: সাহেদ হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আক্তার, আবদুল মুঈদ বাবুল প্রমুখ।
এরপর বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম, অনুষদ, হল, বিভাগ, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ইবি শাখা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় পবিত্র কুরআন খতম এবং বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মসূচিসমূহে জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট