
নাজমুল হাসান,স্টাফ রিপোর্টার:সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন যেন আজেবাজে ভিডিওর আখড়ায় পরিণত হয়েছে। কনটেন্ট মনিটাইজেশনের আশায় অগণিত মানুষ ঝাঁপিয়ে পড়ছে ভিডিও বানানোর দৌড়ে। কিন্তু এসব ভিডিওর অধিকাংশই সৃজনশীলতাশূন্য, ট্যালেন্টবিহীন এবং প্রায়শই অশ্লীলতায় ভরা। যার ফলে ভালো মানুষদের ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে, সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি আলোচনায় এসেছেন এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, যিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। তিনি নিজস্ব ট্যালেন্ট ও সৃজনশীলতায় মাত্র এক মাসে আয় করেছেন ৩৯ লক্ষ টাকা। তার সাফল্য দেখে অনেকেই ভেবে বসেছেন, কেবল ভিডিও বানালেই সেই আয় সম্ভব। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কনটেন্ট ক্রিয়েশন কোনোভাবেই “মামার হাতের মোয়া” নয়। এর জন্য প্রয়োজন সৃজনশীলতা, প্রতিভা ও দায়িত্বশীলতা।
বিশেষজ্ঞদের মতে, মৌলিকতা ছাড়া তৈরি এসব নিম্নমানের ভিডিও একদিকে যেমন সমাজে অশ্লীলতার প্রসার ঘটাচ্ছে, অন্যদিকে তরুণদের ভুল পথে ধাবিত করছে। তাই এখনই প্রয়োজন সচেতনতা ও নিয়ন্ত্রণ, নইলে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিকগুলো ঢাকা পড়ে যাবে নেতিবাচক কনটেন্টের ভিড়ে।