1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

আফগান কিশোর বিমানের ল্যান্ডিং গিয়ারে ভারত সফর

বিশ্বগ্রাম ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশ্বগ্রাম ডেস্ক :উড়োজাহাজের ভেতরে আরাম আয়েশ করে নয় ল্যান্ডিং গিয়ারের ভেতরে লুকিয়ে এক দেশ থেকে আরেক দেশে গেল এক কিশোর, তাও আবার আধা ঘণ্টা কিংবা ১ ঘণ্টা নয়। টানা ২ ঘণ্টা গিয়ারে লুকিয়ে আকাশে উঠতে থাকে ওই কিশোর।

জানা গেছে, আফগানিস্তানের কাবুল থেকে উড়োজাহাজের ল্যান্ডিং গেয়ারের ভিতরে ঢুকে ভারতে পৌঁছাই কিশোর।

22 সেপ্টেম্বর সকাল এগারোটায় কে এ এম এয়ারলাইন্সের আরকিউ 440 ওয়ান ফ্লাইট দিল্লিতে নামার পর ওই কিশোর সেখান থেকে বের হয়ে আসে এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছরের ওই কিশোর কৌতূহলের বশে কাবুলে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে প্রবেশ করে। এরপর উড়োজাহাজটি 2 ঘণ্টা আকাশে ওড়ে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তখন ওই ছেলেটিকে পাওয়া যায় উড়োজাহাজের আশপাশেই ঘোরাফেরা করছিল সে।

তাঁর গায়ে ছিল একটি পাঞ্জাবি। এ সময় ছেলেটিকে বি-ধ্ব-স্ত অবস্থায় দেখা যায়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের বললে তারা ছেলেটিকে আটক করে পরে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি বলে সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। পরবর্তীতে ফিরতি ফ্লাইটে তাঁকে ফেরত পাঠানো হয়।

ওই কিশোর বিমানবন্দর কর্তৃপক্ষকে বলে সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনওভাবে উড়োজাহাজ ল্যান্ডিং গিয়ারের জায়গায় ঢুকে পড়ে। নিজের কৌতূহল থেকে সেই কাজ করে বসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট