
কুমারখালি রিপোর্টার:কুমারখালি থানাধীন ০৭ নং বাগুলাট ইউনিয়নে উদয় নাতুড়িয়া গ্রামস্থ শম্ভু চরণ বিশ্বাস ৭২(জেলে), পিতা- মৃত: কুন্ডু লাল বিশ্বাস গতকাল ইং ২৫/০৯/২০২৫ তারিখ বিকাল ১৫:০০ ঘটিকায় তার বাড়ীর একটি ছাগল পূজা উপলক্ষে বাশঁগ্রাম বাজারে বিক্রি করে। পরে ভিকটিমের ছেলে বিজয় কুমার বিশ্বাস ৩২(জেলে) গত কাল রাত ০৯:৩০ ঘটিকায় ছাগল বিক্রিত টাকার অর্ধেক ভাগ চায়। উক্ত টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে ভিকটিম শম্ভু চরণ বিশ্বাস উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়লে রাত অনুমান ১১:৩০ ঘটিকার দিকে ভিকটিম তার নিজ বাড়ীতে মারা যায় । পরে ভিকটিমের ছেলে বিজয় কুমার বিশ্বাস (৩২) তার বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অদ্য ইং ২৬/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:৪০ ঘটিকার দিকে তার বাড়ির পেছনে বাদাম গাছের ডালের সাথে গলাই রশি পেচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় ও পরিবারের লোকজনের দেওয়া তথ্য মতে উপরোক্ত ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তথাপিও মৃত্যুর মূল রহস্য উদঘাটনের জন্য মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্ত সহ অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
জেলা পুলিশ কুষ্টিয়া এ বিষয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।