1. live@dailybishowgram.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailybishowgram.online : দৈনিক বিশ্বগ্রাম :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

ঝিনাইদহে শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে স্মারকলিপি পেশ

ঝিনাইদহ অফিস:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

এম এ কবীর,ঝিনাইদহ:ঝিনাইদহে বধির ও শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে ইশারাভাষী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে প্রতিবন্ধীর জানান, আমাদের জেলায় অসংখ্য শ্রবন প্রতিবন্ধী বধির জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য রাষ্ট্রিয় কোন উল্লেখযোগ্য সহায়তা বা অনুদান প্রদানের পদক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে। তাদের আর্থসামাজিক উন্নয়ন ও পূর্ন বাসনের লক্ষ্য ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতে নিম্নলিখিত ৭ দফা দাবি আদায়ে তারা মাননীয় জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
তাদের ৭ দফা দাবি সমূহ- ১। আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান। ২। ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য কর্ম সংস্থান ও পূর্ণবাসনে আর্থিক সাহায্য ও আবাসন নির্মান প্রদান। ৩। সকল বধিরদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করণ এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান। ৪। ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে খাদ্য সামগ্রী প্রদান ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ । ৫। সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহন হাফ ভাড়ার ব্যবস্থা গ্রহণ। ৬। সকল বধিরদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান ও ৭। জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইশারাভাষী কল্যাণ সংস্থার সভাপতি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক রতন মিয়া এবং ইশারাভাষী দোভাষী আরিফ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট